মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

 নিজস্ব প্রতিবেদন:- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর উচ্চতর পড়াশোনার জন্য স্কুলারশিপের জন্য আবেদন করা । সেই আবেদন করার প্রয়োজন নির্ধারক বেশকিছু নিয়ম কানুন রয়েছে । কোন কোন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে তার জন্য জানা জরুরী সরকারের ওয়েবসাইটে দেওয়া় তথ্য ভালোভাবে পড়া প্রয়োজন ।


নবান্ন এবং উত্তর কন্যা স্কুলারশিপ

মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিবছর স্কলারশিপের টাকা প্রদান করছে পশ্চিমবঙ্গ সরকার । পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য দুটি স্কুলারশিপ রয়েছে একটির নাম হচ্ছে নবান্ন স্কুলারশিপ এবং অপরটির নাম হচ্ছে উত্তরকন্যা স্কুলারশিপ । নবান্ন স্কুলারশিপ যারা ওয়েস্টবেঙ্গলের দিকে থাকে তারা নবান্ন স্কলারশিপ আবেদন করবে ।  উত্তরবঙ্গের যারা থাকে তারা উত্তরকন্যা স্কুলারশিপ আবেদন করবে ।

নবান্ন এবং উত্তরকন্যা স্কুলারশিপ ১০০০০ হাজার থেকে ২০০০০ হাজার টাকা বৃদ্ধি প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার ।
Add caption


যোগ্যতা:-
১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
২) কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন বোর্ড,কাউন্সিল অথবা বিদ্যালয় থেকে পাস করে পশ্চিমবঙ্গের কোন স্কুল,কলেজ অথবা ইউনিভার্সিটি তে ভর্তি হতে হবে‍ তারপরেই এই স্কুলারশিপ এর জন্য প্রযোজ্য ।
৩) যারা স্বামী বিবেকানন্দ এবং মেরিট কাম মিনস স্কুলারশিপ  আবেদন করেছে তারাও এই স্কুলারশিপের জন্য আবেদন করতে পারে ।
৪) যেসমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে 65% নাম্বার নিয়ে‌ উচ্চমাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে অথবা উচ্চমাধ্যমিকে 60% নাম্বার নিয়ে কলেজের কোর্সে ভর্তি হয়েছে এবং যারা স্নাতক কোর্সে 55 শতাংশ নাম্বার  নিয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয়েছে তারা এই স্কুলারশিপ আবেদন করতে  পারবে ।
৫) আবেদনকারীর অবশ্যই  বাৎসরিক আয়‌ 60000 কম হতে হবে তাই এ উত্তরকন্যা এবং নবান্ন স্কুলারশিপ জন্য যোগ্য ।
৬) যে সমস্ত ছাত্রছাত্রীরা আগে কোন সরকারি স্কুলারশিপ পাচ্ছে অথবা বেসরকারি কোন সংস্থার স্কুলারশিপ  পাচ্ছে তারা এই স্কুলারশিপের এর জন্য যোগ্য না ।


আবেদনের পদ্ধতি:-

নবান্ন এবং উত্তরকন্যা স্কুলারশিপের অফলাইনে আবেদন করতে হবে। এই স্কুলারশিপের জন্য আবেদন দুই ভাবে করা যায়।  সাদা কাগজে নিজের হাতে লেখা একটি আবেদন পত্র তৈরি করে স্কুলারশিপের জন্য আবেদন করা যেতে পারে অথবা ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে আবেদন করা যেতে পারে।

এরপর আবেদন পত্রটি নিয়ে এলাকার এমএলের সুপারিশ পত্র ও আবেদনকারীর নিজের স্ব-ঘোষণাপত্র যোগ করে দিতে হবে। যেটি পরবর্তী ক্ষেত্রে আবেদনের স্থিতি জানা যাবে।


প্রয়োজনীয় কাগজপত্র

১) আবেদনপত্র।
২) শেষ পরীক্ষার মার্কশিটের ফটোকপি জেরক্স।
৩) বর্তমান কোর্সের ভর্তি রশিদ।
৪) সেলফ ডিক্লারেশন কফি।
৫) কোন A ক্যাটাগরি অফিসার অথবা B.D.O বা Joint B.D.O  র কাছ থেকে নেওয়া বাৎসরিক আই এর সার্টিফিকেট দিতে হবে।
৬) ব্যাংক একাউন্টের ফটোকপি দিতে হবে।
৭) এন্ট্রান্স পরীক্ষার রেকর্ড কার্ড যদি থাকে তাহলে দিবে না থাকলে দিতে হবে না।
৮) আরও অন্যান্য ডকুমেন্ট নিতে হবে তারপর নবান্ন এবং উত্তরকন্যা অফিসে জমা করতে হবে।
৯) বর্তমান কোর্সের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনপত্রটি সীলমোহর করে জমা করতে হবে।
১০) স্থানীয় বা অন্য কোন এম এল এর কাছ থেকে ডিক্লারেশন ফর্মমে সিলমোহর করে নিয়ে আসতে হবে তারপর জমা করতে হবে।
১১) এই বিবরণ গুলি সমস্ত ফিলাপ করার পরে তারপরে অভিভাবক বা আবেদনকারী জামা করতে পারে নবান্ন এবং উত্তর কন্যা অফিসে।
১২)  নবান্ন এবং উত্তরকন্যা অফিসে জমা করার পরে সেখান থেকে একটি স্লিপ দিবে স্লিপটি যত্নসহকারে রাখবেন পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:-



দক্ষিণবঙ্গের জন্য:- Nabanna,14th floor,325 Sarat chatterjee Road,shibpur, Howrah,7111021 অফিসে জমা করতে হবে।
Add caption


উত্তরবঙ্গের জন্য:- Uttarknya,p.o. satellite Township,Fullbari, Jalpaiguri,734015 অফিসে জমা করতে হবে।

Thanks you for Reading.

Subscribe know more updates.

https://thegreatbango.blogspot.com 


1 Comments

Post a Comment

Previous Post Next Post