নীলদর্পণ নাটক থেকে ছোট প্রশ্ন | nill Darpan drama short question||




১.দীনবন্ধু মিত্রের জন্ম কত সালে, কোথায়?


উত্তর- দীনবন্ধু মিত্রের জন্ম হয় ১৮৩০ সালে
চৈত্র মাসের চৌবাড়িয়া গ্রামে।

২. দীনবন্ধু মিত্রের পিতা নাম কি ?

উত্তর- কালাচাঁদ মিত্র।

৩. দীনবন্ধু মিত্রেরা  কয় ভাই ছিলেন?

উত্তর- দীনবন্ধু মিত্রেরা ছয় ভাই ছিলেন।

৪. দীনবন্ধু মিত্রের আসল নাম কি ছিল?

উত্তর- গন্ধর্বনারায়ণ মিত্র তার আসল নাম ছিল।

৫. দীনবন্ধুর নাটক নীলদর্পণ কবে প্রকাশিত হয়?

উত্তর- নীল দর্পণ প্রকাশিত হয় ১৮৬০ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে।

৬. দীনবন্ধু মিত্রের লেখা প্রথম নাটকের নাম কি?

উত্তর- নীলদর্পণ।

৭. দীনবন্ধু মিত্র মোট কতগুলি নাটক লিখেছিলেন।

উত্তর-  পাঁচটি নাটক ও দুটি প্রহসন লিখেছিলেন।

৮. দীনবন্ধুর পাঁচটি নাটক ও দুটি প্রহসন লেখ?

উত্তর- নীলদর্পণ, নবীন তপস্বিনী, সধবার একাদশী, লীলাবতী, কমলেকাহিনী নাটক এবং প্রহসন হলো বিয়ে পাগলা বুড়ো জামাই বাড়িক।

৯. দীনবন্ধুকে রঙ্গলাল শ্রেষ্ঠ কে বলেন?

উত্তর- দীনবন্ধু মিত্রকে রঙ্গালয় শ্রেষ্ঠ গিরিশচন্দ্র বলেন।

১০. নীলদর্পণ নাটক কোথায় অভিনীত হয় ? কখন?

উত্তর-  ১৮৭২ সালের ৭ ডিসেম্বর কলকাতায় 'সাধারণ রঙ্গালয়' ( ন্যাশনাল থিয়েটার) প্রতিষ্ঠা হয়। ঐদিন উদ্বোধনী নীলদর্পণ নাটকটি অভিনীত হয়।


Post a Comment

Previous Post Next Post